Instagram Instagram

Saturday, 22 August 2015

নামের শেষে ""Hossain"" শব্দ না থাকায় মনের কষ্ট

সবাই কে আমার সালাম “আসলামুআলাইকুম” এবং শৃুভেচ্ছা!
নামের শেষে ""Hossain"" শব্দ না থাকায় মনের কষ্টটা আপনাদের সাথে শেয়ার করছি:

****ছোট কালে যখন মানুষ আমার নাম জিঙ্গাসা করতো কখন বলতাম মো: নুর সাদেক হুসাইন ( বাবু + খোকন)!
>সকলে একটায় কথা বলতো এত বড় না?
>তাই আমি সব সময়ে ভাবতাম যে, আমার নাম মনে হয় কেউ মনে রাখে না!
>সেই কারণে, যে কেউ যদি আমার নাম ধরে ডাকতো তখনে আমি অনেক খুশি হতাম!
>এই ছোট এবং বড় নামের খেলা নিয়েই আমার পথ চলা শুরু!................
>এই পথ চলা টা বেশী দিন চলতে পারে নি!
কারণ, যখন আমি ক্লাস নাইনে , তখন আমাদের নাম রেজিস্টেশনরে সময়ে #ফারুক নামের এক স্যার আমার নামটাকে কুরবানী দিয়ে ছোট করে দেয়...
>আমি কিছূুই জানতাম না!
>ক্লাস টেন এ দেখলাম আমার নাম ছোট হয়ে গেছে আমার অনুমতি ছাড়া.!
>তখন আমি, কয়েকটা স্যারের সাথে কথা বলার পরে তা ঠিক করা হয় নাই!.
>তখন থেকে আমি হয়ে গেলাম >>> মো: নূর সাদেক !
>এখন আর হুসাইন লেখার কোন যোগ্যতাই আমার নেই!
>স্যারের উপর এখনও মাঝে মাঝে রাগ হয়! কিন্তু রাগ করে আর কি হবে!
>তাই মনেটাকে নিজে নিজে শাসণ করি!

>I miss you "Hossain" Really Miss You! 


#তবে কথা দিচ্ছি আমার ছেলে হলে , তার নামের শেষে ."Hossain"শব্দটা যোগ করবো ইন-শা-আল্লাহ্

#ধন্যবাদ সবাই কে!

No comments:

Post a Comment