সবাই কে আমার সালাম “আসলামুআলাইকুম” এবং শৃুভেচ্ছা!
নামের শেষে ""Hossain"" শব্দ না থাকায় মনের কষ্টটা আপনাদের সাথে শেয়ার করছি:****ছোট কালে যখন মানুষ আমার নাম জিঙ্গাসা করতো কখন বলতাম মো: নুর সাদেক হুসাইন ( বাবু + খোকন)!
>সকলে একটায় কথা বলতো এত বড় না?
>তাই আমি সব সময়ে ভাবতাম যে, আমার নাম মনে হয় কেউ মনে রাখে না!
>সেই কারণে, যে কেউ যদি আমার নাম ধরে ডাকতো তখনে আমি অনেক খুশি হতাম!
>এই ছোট এবং বড় নামের খেলা নিয়েই আমার পথ চলা শুরু!................
>এই পথ চলা টা বেশী দিন চলতে পারে নি!
কারণ, যখন আমি ক্লাস নাইনে , তখন আমাদের নাম রেজিস্টেশনরে সময়ে #ফারুক নামের এক স্যার আমার নামটাকে কুরবানী দিয়ে ছোট করে দেয়...
>আমি কিছূুই জানতাম না!
>ক্লাস টেন এ দেখলাম আমার নাম ছোট হয়ে গেছে আমার অনুমতি ছাড়া.!
>তখন আমি, কয়েকটা স্যারের সাথে কথা বলার পরে তা ঠিক করা হয় নাই!.
>তখন থেকে আমি হয়ে গেলাম >>> মো: নূর সাদেক !
>এখন আর হুসাইন লেখার কোন যোগ্যতাই আমার নেই!
>স্যারের উপর এখনও মাঝে মাঝে রাগ হয়! কিন্তু রাগ করে আর কি হবে!
>তাই মনেটাকে নিজে নিজে শাসণ করি!
>I miss you "Hossain" Really Miss You!
#ধন্যবাদ সবাই কে!
No comments:
Post a Comment