Instagram Instagram

Wednesday, 18 May 2016

ভার্চুয়াল জগৎ থেকে বাস্তব জগৎ এ এসে মানুষের সাহায্যে টুইটার ব্যবহারকারীরা

~সামাজিক কাজে টুইটার বন্ধুরা~

এই শিরোনামে আজ২৪.কম টুইটারের কিছু কার্যক্রম তুলে ধরেছেন ১৫/০৫/২০১৫ তারিখে। আার টুইটারের সেই ইভেন্ট টা অনুষ্টিত হয় ১৪/০৫/২০১৬ তারিখে। 

বিস্তারিত সংবাদ টা নিচে পড়ুন: 
 সামাজিক কাজে টুইটার বন্ধুরা। টুইটারে কেবল টুইট নয়। এবার বাস্তবে সাক্ষাৎ ও সামাজিক কর্মে এগিয়ে এলো টুইটার বন্ধুরা। ল্যাপটবেও রামখটাখট দিয়ে আর চলছে না। এবার সত্যিই মাঠে নেমে সামাজিক কাজে যোগ দিয়েছেন তারা। খাবার ও বিশুদ্ধ পানি বিতরণে কাজ করেছে তরুণরা।
ঘরে বসে আর কী চেপে মানবসেবা হয় না। বাস্তবেই মাঠে কাজ করতে হয়। প্রাচীন এক গল্প বলা যায়, এক ভদ্রলোক খুব কান্না করছিলো। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো আরেক ভদ্রলোক। লোকটিকে এভাবে কাঁদতে দেখে তার খুব মায়া হলো। তাই তার কাছে জানতে চাইলো,
: ভাই আপনি কাঁদছেন কেন?
: আপনি কেমন মানুষ! দেখতে পাচ্ছেন না,এই যে কুকুরটি ক্ষুধার তাড়নায় জিহ্বা পর্যন্ত বের করে দিয়েছে। কুকুরের কষ্ট আর সইতে পারছি না ভাই।
: ও তাই। আপনার ঝোলায় কী?
: এই তো, আট দশটা রুটি আছে?
: বলছেন কী? আপনার ব্যাগে রুটি আছে অথচ কুকুরের কু্ধার তাড়নায় আপনি কান্না করছেন? দুটো রুটি দিলেই তো পারেন।
: বলছেন ঠিকই। কিন্তু কান্নায় তো কোনো খরচ হচ্ছে না। আলাদা কোনো ব্যয় করতে হচ্ছে না। কিন্তু আপনার পরামর্শ তো খরুচে। আমাকে ব্যয় করতে হবে। তাই আমি কান্নাটাই বেছে নিয়েছি।
হালকা খাবার বিতরনীর সময়

চালকের হাতে খাওয়ার পেকেট
এই খাদ্য গুলো দেওয়া হয়েছে


সবাই খাবার পেকেট করা নিয়ে ব্যস্ত 

টুইটারে আর ফেসবুকে বা অন্য যেকোনো সামাজিক সাইটে যারা কেবলই মায়া আর দরদ মাখিয়ে লিখে যান, তারা মূলত সেই রুটি ওয়ালার মতোই। কিন্তু সত্যিকার অর্থেই যারা টুইটার আর সামাজিক এই সাইট থেকে বাস্তব সমাজে কাজের বা সমাজগঠনের প্রত্যয় গ্রহণ করেন তাদেরকে স্যালুট জানাতেই হয়।
টুইটারের বন্ধুরা জানিয়েছেন, আমরা টুইটার ব্যবহারকারী। আমাদের পরিচিত মুখগুলো মিলিত হয়ে সমাজ, দেশ এবং জাতির জন্য কিছু একটা করার প্রয়োজন অনুভব করি। এরই প্রেক্ষাপটে আমার সর্বপ্রথম টুইটারে#BDTwitterGet2Gather হ্যাগ ট্যাক চালু করি। আর ২১ ফ্রেরুয়ারিতে ২০১৫ প্রথম একটা মিলনমেলার আয়োজন করি।  আপনারা#BDTwitterGet2Gather দিয়ে টুইটারে সাচ দিলেই দেখতে পাবেন।
এতে টুইটার ব্যবহারকারীদের মধ্যে অনেক অভিনন্দন পেয়েছিলাম। সেই অনুপ্রেরণাকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে ২য় মিলনমেলার মতো ৩০ অক্টোবর ২০১৫ আয়োজন করি। সেই টাও আমরা সফল এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করি।
এই বড় বড় অয়োজনগুলোর পাশাপাশি প্রতি মাসেই একটা একটা ছোট ছোট মিলনমেলা হয়ে থাকে।
২য় বারের গেট-টু-গেদার এ আমরা দেশ ও সমাজের জন্য কিছু একটা করার জন্য আবার প্রতিজ্ঞাবদ্ধ হই। সে কারণে, ১৩ মে ২০১৬ তারিখে এই ইভেন্টটা আয়োজন করার মনস্থির করি। এই ইভেন্টটা মূলত সব প্রবাসী ভাইয়ের অনুপ্রেরণায় আয়োজন করা হয়। তারাই সব কিছুর জন্য আর্থিক সাহায্য করেছেন।
আর আমরা সেই অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য বৃষ্টিকে উপেক্ষা করে সব টুইটার ব্যবহারকারী মিলিতভাবে আপ্রাণ চেষ্টার পরে তা সফলভাবে সম্পন্ন করি।
বৃষ্টির কারণে একদিন পিছিয়ে ১৪ মে ২০১৬ আয়োজন করা হয়।
 ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার সব চেয়ে বড় গ্রুপ @lamppost http://lamppost.org.bd/  আর তিন জন স্বেচ্ছাসেবী আমাদের অনুপ্রেরণা যোগানোর জন্য আমাদের সাথে যোগ হন। Mohiuddin Jony ভাই উনার অনেক দিনের অভিজ্ঞতার আলোকে আমাদের উদ্দেশ্যে আর কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেন।
সর্বপ্রথম কোন বড় ধরনের সামাজিক স্বেচ্ছসেবী সংগঠন @lamppost থেকে আমার অভিন্দন পেয়েছি। প্রতিবারের মতো এবারও সবাই অনেক মজা করে আবার পরবর্তী প্রোগ্রামের ব্যাপারে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত হলো, আগামী আগস্ট মাসের মাঝামাঝি দিকে আরও একটা সেবামূলক কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমার। আল্লাহ যদি সহায় হন তাহলে আমরা তাও সঠিকভাবে সম্পন্ন করবো ইন-শা-আল্লাহ।
আমাদের ফেসবুকে টুইটার গ্রুপ : 
“সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো শুধু আড্ডা দেওয়ার কাজে ব্যবহার না করে, আসুন আমরা নিজে, সমাজ, দেশ এবং সমাজের জন্য কিছু করার চেষ্টা করি।”
অবশেষে বিজয় এর হাসি সবার মুখে 
পরবর্তী প্রোগ্রাম নিয়ে আলোচনা করা সময় 



No comments:

Post a Comment